কলেজ প্রতিষ্ঠার ইতিহাস
শেরপুর জেলার শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট কিছুটা সারা বাংলার মফঃস্বলের শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে মতোই। দীর্ঘ রক্ত রঞ্জিত সংগ্রামের পর বাংলার সুনীল আকাশে উদিত হলো স্বাধীনতার লাল সূর্য। বিধ্বস্ত জনপদ, ধ্বংস প্রায় লোকালয়।বাংলাদেশের পাহাড়ী অঞ্চলের ছোট একটি থানা শেরপুর। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাব্যবস্থার সার্বিক অবকাঠামোর সবদিক থেকেই শেরপুর তখন অনেক পিছিয়ে থাকা একটি অঞ্চল। স্বাধীনতাত্তোর দেশের শিক্ষার হার বিশেষ করে নারী শিক্ষার হার কত কম হতে পারে তা সহজেই অনুমেয়। শেরপুর এলাকার মেয়েদের তখন কলেজে পড়াশোনা ছিলো কেবলই একটি স্বপ্নের ব্যাপার। এমনি একটা সময়ে, ১৯৭১ এর সর্যস্নাত বিজয়ের কতিপয় সৈনিক এবং বিদ্যানুরাগী ব্যক্তির প্রাণের ছোঁয়ায় সম্মিলিত প্রচেষ্টায় শেরপুরের প্রাণকেন্দ্রে…
আরও পড়ুন