• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide
Principal

প্রফেসর ফাওজিয়া আমিন দীনা

অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ

সমাজ ও জাতির সামগ্রিক সমৃদ্ধি ও অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে শিক্ষার গুরুত্ব অপরিসীম । শিক্ষাই শক্তি শিক্ষাই বল । এ বাস্তবতাকে উপলব্ধি করে শেরপুর শহরের কতিপয় মহৎ ও সাহসী মানুষের উদ্যোগে ১৯৭২ সালের ২৭ শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছে শেরপুর মহিলা কলেজ । ১৯৮৪ সালে সরকারিকরণের মধ্য দিয়ে কলেজটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে । গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জনপদে নারী শিক্ষার সার্বিক উন্নয়নে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এখানকার পরিপাটি ক্যাম্পাস, সমৃদ্ধ গ্রন্থাগার, গতিশীল সাংস্কৃতিক পর্ষদ, বিএনসিসি, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট ইত্যাদি সার্বিক শিক্ষার বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। কলেজের সার্বিক কার্যক্রম আরও ফলপ্রসূ হোক এই কামনা করি।